29 C
Kolkata
August 2, 2025
সাহিত্য

“পথ”

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি

সৌরজগৎ কক্ষপথে, ঘোরে গ্রহ তারা,
আলোর পথ দিশারি, আঁধারে জোনাকি,
অন্ধজনে আলো দেয়, শিক্ষা পাকাপাকি,
বাঁচতে চায় না যারা, তারা হতচ্ছাড়া।

স্থলপথ, জলপথ, যাত্রার কিনারা,
আকাশপথে গমন, মনে আঁকিবুঁকি,
সুপথ কঠিন হোক, নেই তার ঝুঁকি,
জীবনের হা-হুতাশ, মদে আত্মহারা।

মিছিল দাবি আদায়ে, সভা রাজপথে,
সৈন্য সামন্তে সজ্জিত, মহারানী রথে।

উপরি আয়ের পথ, ঘুষ, কাটমানি,
বাঙালকে হাইকোর্ট, দেখানো মুর্খামি,
আদালতের বিচারে, সুষ্ঠু রায় মানি,
আইন অমান্য করা, শাসনে পাকামি।

Related posts

Leave a Comment