19 C
Kolkata
January 14, 2025
কলকাতা

হাবড়ার নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার

সংবাদ কলকাতা: অবশেষে হাবড়ার নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর অষ্টম শ্রেণীর ওই তিন ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়। চার দিনেও মেলেনি খোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীরা হল মাম গাইন (১৩), সিমরন প্রজাপতি (১৪) ও স্নেহা দেবনাথ (১৪)। প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
প্রত্যেকেই চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে তারা পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায়। মাম ও সিমরনের বাড়ি হাবড়ায়।

তাদের পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল রাতে হাবরা থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। পরিবারের কাছ থেকে জানা যায়, রাস মেলা উপলক্ষে বেরিয়েছিল ওই তিন বান্ধবী। পথ ভুলে যাওয়ার কারণে ফিরতে পারেনি বাড়িতে। এমনই কথা জানা গেল এক ছাত্রীর বাবার কাছ থেকে। কিন্তু মোবাইলে কেন ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার, সেব্যাপারে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।

Related posts

Leave a Comment