সংবাদ কলকাতা: রাজ্যে বিট্রিশ ডেপুটি হাই কমিশনার ড: আন্দ্রেউ ফ্লেমিং। তিনি কামারহাটির বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন। এমনকি এদিন তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরও পরিদর্শন করেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মদন মিত্র। নিজের টুইটারেও মদন মিত্রকে এদিন ধন্যবাদ জানিয়েছেন ড: আন্দ্রেউ ফ্লেমিং। এদিন তিনি প্রথমে কামারহাটি সেলিমিয়া হাইস্কুল পরিদর্শনে যান। সেখানে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্কুলের পঠন-পাঠনের বিষয়ে শোনেন। বেশ কিছুক্ষণ সময়ও কাটান স্কুল কর্তৃপক্ষের সাথে। এরপর সেখান থেকে তিনি মদন মিত্রকে সাথে নিয়ে যান কামারহাটি জুট মিলে। সেখানে গিয়ে জুট সম্পর্কে বিস্তারিত শোনেন তিনি। এরপর সেখান থেকে কামারহাটি ইউনিয়ন কলেজিয়েট হাইস্কুলেও যান তিনি।