24 C
Kolkata
April 18, 2025
জেলা রাজ্য

কোচবিহারে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

কোচবিহার, ৬ অক্টোবর: বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিন।‌ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ি সংলগ্ন বটতলা এলাকায়। ঘটনায় আহত সাইকেল আরোহী অমল বর্মন(৪৫), বাইক চালক রশকান্ত পাল(৪৫) ও বাইক আরোহী রমনী পাল(৫০)।

জানা যায়, সাইকেল আরোহী কাশিয়াবাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে প্রথমে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর সাইকেল আরোহী অমল বর্মন, বাইক চালক রশকান্ত পাল ও বাইক আরোহী রমনী পালকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

Related posts

Leave a Comment