31 C
Kolkata
October 31, 2025
রাজ্য

ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের বিরুদ্ধে রংবাজির অভিযোগ

সংকল্প দে, আসানসোল: ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এবার এই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের হল ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের বিরুদ্ধে। আসানসোলের উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে এই অভিযোগ দায়ের করা হয়। শুধু তাই নয়, ব্যবসায়ী দীনেশ গড়াই-এর ঘনিষ্ঠ ফটিক বাউরি ও কাজল মন্ডলের অভিযোগ বিরুদ্ধে দায়ের করা হয়েছে। অভিযোগকারী অরুন বাউরি। তাঁর অভিযোগ, সোমবার তিনি নিজের জমিতে জেসিবি দিয়ে কাজ করার সময় দীনেশ গড়াই বন্দুক ঠেকিয়ে কাজ বন্ধ করার কথা বলে রংবাজি চালায় এবং মারধর করে বলে অভিযোগ। দীনেশ গড়াই রংবাজি করে তার বাগানে গুন্ডাদের আশ্রয় দিয়ে থাকে। তবে এই বিষয়ে ব্যবসায়ী দীনেশ গড়াই বলেন, জমি সংক্রান্ত এই ঘটনা সম্পূর্ণ সাজানো ও মিথ্যে অভিযোগ। যেহেতু এই ঘটনায় তাঁদের চারজন গ্রেফতার হয়েছে, প্রশাসনের প্রতি তার আস্থা রয়েছে ন্যায্য বিচার করবে।

Related posts

Leave a Comment