বিল্লাল হুসাইন: “আপনাদের পাশে সর্বদা প্রধানমন্ত্রী আছে এবং থাকবে”, এমপি ডাঃ নাসির উদ্দীন এই শ্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলায় সরকারি সুবিধাভোগীদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকাল সাড়ে ৩টার সময় স্থানীয় বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ নাসির উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের ছোঁয়া মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের স্বার্থে কি না কি করেছে তার জলজ্যান্ত প্রমাণ আপনারা নিজেরাই। আপনাদের পাশে সর্বদা প্রধানমন্ত্রী আছেন এবং থাকবেন। এটাকে বাস্তবে রূপ দিতে হলে আবারও আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
previous post