সংবাদ কলকাতা, ২৮ অক্টোবর: আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আল্পনা এঁকে, শঙ্খ বাজিয়ে এদিন ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। টলিপাড়ার দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য প্রতি বছরই ঘটা করে লক্ষ্মীপুজো করে থাকেন। এবারেও তার অন্যথা হল না। প্রতিবছর মা লক্ষ্মীকে তিনি নিজের হাতেই সাজান। এই বছরও তার ব্যতিক্রম হল না। নিজের হাতে লক্ষ্মীকে সাজিয়েছেন অভিনেত্রী অপরাজিতা।
প্রসঙ্গত প্রত্যেক বছরই অভিনেত্রীর বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় লক্ষ্মীপুজো। অপরাজিতা নিজে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকেন। এইদিন তাঁর ব্যস্ততা একেবারে তুঙ্গে। মায়ের ভোগের জন্য প্রতিবছরের মতো এবছরেও ছিল শুকনো ভোগ। লুচি, পাঁচ রকমের ভাজা ইত্যাদি। গানে গানে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা সকলের উদ্দেশ্যে দিলেন অভিনেত্রী।
previous post
next post