28 C
Kolkata
April 6, 2025
কলকাতা

সোনারপুর মিলন পল্লীর পুজোয় এবারের থিম আইফেল টাওয়ার

সোনারপুর মিলন পল্লী তাদের দুর্গাপূজায় এবার ৪০ তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের নতুন ভাবনা নিয়ে এসেছে প্যারিসের আইফেল টাওয়ার এর আদলে পূজা মন্ডপ। গত বছর ভালো থিম করার জন্য ইউনেস্কো থেকে সম্মানিত করেছে এই পূজা মন্ডপকে। সেই কথা ভেবেই এবার প্যারিসের এই আইফেল টাওয়ারের আদলে পূজা মন্ডপটি তৈরি করা হয়েছে । দ্বিতীয় দিননে সোনারপুর মিলন সংঘ -এর এই পূজা মন্ডপটি উদ্বোধন হয় তারপর থেকে ভিড় উপচে পড়ছে সোনারপুরের এই আইফেল টাওয়ারটি দেখার জন্য।

Related posts

Leave a Comment