April 16, 2025
কলকাতা

এবার মগের মুলুকে আলিপুর সার্বজনীন

সংবাদ কলকাতা: মগের মুলুক শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। আলিপুর সার্বজনীন ক্লাব এবছর ৭৮তম বর্ষে পদার্পন করল। এবারে তাদের থিম মগের মুলুক। মগ অর্থাৎ জলদস্যু, যারা একটা সময় প্রবল লুণ্ঠন চালিয়েছে। তাদের মুলুক কিভাবে পুজোর থিম হয়ে উঠছে, সেটাই দেখা যাবে আলিপুর সার্বজনীনে।

Related posts

Leave a Comment