30 C
Kolkata
August 3, 2025
কলকাতা

পঞ্চমীর সন্ধ্যেয় বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো

সংবাদ কলকাতা: পঞ্চমীর সন্ধ্যেয় বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো। মণ্ডপসজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের।

মহালয়া থেকেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে লাফিয়ে। কার্যত জনজোয়ার শ্রীভূমি ও সংলগ্ন এলাকায়। ডিজনিল্যান্ড ও লাইট শো দেখতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছেন দর্শনার্থীরা। সেই লাইট শো-তেই বিপত্তি। কাছেই বিমানবন্দর। ফলে এই লাইটে তৈরি হচ্ছে সমস্যা। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে।

জানা গিয়েছে, সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ রাখার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই আরজি মেনেই লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের চালু করা হতে পারে লাইট শো।

Related posts

Leave a Comment