29 C
Kolkata
August 2, 2025
Featured বাংলাদেশ রাজ্য

বাংলাদেশের বৃহত্তম পূজা মণ্ডপ শিকদার বাড়ি ৫০১টি প্রতিমায় সেজে উঠছে

এপারের মতো দুর্গাপুজোর গন্ধ বাংলাদেশেও। করোনার রাশ টানতেই বড় পরিসরে ৫০১ টি প্রতিমা নিয়ে উমা বন্দনার আয়োজন চলছে বাংলাদেশের বাগেরহাট জেলার শিকদারবাড়ি দূর্গা মন্ডপে । ৬০ ফুট দৈর্ঘ্যের কুম্ভকর্নও তৈরী হয়েছে মন্ডপে । আয়োজকদের দাবী প্রতিমার সংখ্যা বিবেচনায় এটি শুধু বাংলাদেশ নয়, ইউনেস্কো তালিকায় দক্ষিন এশিয়ার বৃহত্তম পূজা মন্ডপ ।

ফরহাদ হোসেন, বাংলাদেশ: পুজোর গন্ধ এখন বাংলাদেশের বাতাসে। আর কদিন বাদেই আনন্দে মাতবেন বাংলাদেশের সনাতন ধর্মালম্বীরা। সেজন্য বাংলাদেশের বৃহত্তম পূজা মন্ডপ শিকদার বাড়িতে এখন চলছে শেষ তুলির আঁচড়। ৫০১টি প্রতিমার সাথে ৬০ ফিটের কুম্ভকর্ণ দেখার অপেক্ষা।

সূত্রের খবর, ২০১০ সালে বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার ও তাঁর স্ত্রী পূজা শিকদার এই পূজার আয়োজন করেন। বছর গড়িয়ে বাড়ছিল প্রতিমার সংখ্যা। করোনা রাশ টানার আগে পর্যন্ত ২০১৯ সালে সর্বশেষ ৮৫১টি প্রতিমায় সাজানো হয় পূজা মন্ডপ।

আবারও দেবী উমা আগের মতই সাড়ম্বরে পূজিত হতে চলেছেন শিকদারবাড়িতে। দীর্ঘ ৬ মাসের অক্লান্ত পরিশ্রমে এবার ৫০১টি প্রতিমায় সেজে উঠবে এই পূজা মন্ডপ।
পৌরানিক কাহিনীর নানা চরিত্র শিল্পীর কাদামাটি আর তুলিতে একেবারে জীবন্ত হয়ে উঠেছে এই পূজামন্ডপে। দেশের বিভিন্ন প্রান্ত আর দেশের বাইরে থেকেও শিকদার বাড়িতে এসে অন্যরকম পুজোর আনন্দে মাতবেন ভক্ত ও দর্শনার্থীরা।

Related posts

Leave a Comment