সংবাদ কলকাতা, ১৭ অক্টোবর: দমদমে একটি পুজো প্যান্ডেলে আগুন। আজ মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দমদমের নেতাজি সংঘ ক্লাবের মণ্ডপে এই আগুন লাগার ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন ক্লাবের সদস্যরা তাদের মন্ডপে আগুন লাগার ঘটনা জানতে পেরেই আগুন তড়িঘড়ি দমকলে ফোন করেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। আগুনে পুড়ে যায় প্যান্ডেলের কাপড় ও কাঠাম সহ বেশ কিছু অংশ। তবে এই অগ্নিকান্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুজো উদ্যোক্তাদের দাবি, বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তাহলে কী থেকে এই আগুন লাগল, তা এখনও জানা সম্ভব হয়নি। বিষয়টির যথাযথ তদন্তের জন্য দমদম থানার পুলিশকেও জানানো হয়েছে।
previous post
