23 C
Kolkata
April 17, 2025
রাজ্য

স্বরূপনগরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫ দুষ্কৃতী

সংবাদ কলকাতা : স্বরূপনগরের তরুণীপুর শ্মশান ঘাট থেকে পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। আজ ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে ৫ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি বন্দুক, ভোজালি,লোয়ার রড, রামদা ,স্কুুড্রাইভার সহ ডাকাতি করার একাধিক সরঞ্জাম। এদের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি করার অভিযোগ রয়েছে। ধৃত প্রদীপ দাস ও বিজয় দাসের বাড়ি মাটিয়া থানার খোলাপাতা এলাকায়। বাকি তিনজন আশিকুল গাজী ,আলী ইমরান ,মকবুল গাজী। এদের বাড়ি স্বরুপনগরের বিভিন্ন থানা এলাকায়।

Related posts

Leave a Comment