সংবাদ কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে আজ ইডির দফতর সল্টলেক cgo complex-এ হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছিল ইডি। নির্ধারিত সময়ের মধ্যেই অর্থাৎ সকাল ১১ টার কিছু আগেই রুজিরা cgo কমপ্লেক্সে হাজিরা দেন। জানা গিয়েছে এদিন তিনি সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি তাঁর কলকাতার বাড়ি থেকে বেরিয়ে রওনা দেন সিজিও কমপ্লেক্সের পথে।
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরার জন্য আজ সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রচুর পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়েছে। সেখান থেকে একাধিক টাকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
previous post