নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের। ঘটনার পর তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মৃতের নাম নগেন মুন্ডা। তাঁর বয়স আনুমানিক ৭৩ বছর। বাড়ি নদিয়ার শান্তিপুর ব্লকের কন্দখোলা রাজা পুকুর পাড়ায়। মৃতের পরিবারের দাবি, ওই বৃদ্ধ চাষের জমিতে দিনমজুরের কাজ করতেন।
নিয়মিত ‘সংবাদ কলকাতা’র নিউজ আপডেট পেতে নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের appটি ইনস্টল করুন:– https://play.google.com/store/apps/details?id=com.son.songbadkolkata
প্রতিদিনের মতো আজ সকালেও তিনি সাইকেল চড়ে কাজে বেরিয়েছিলেন। এরপরই কন্দ খোলা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠতেই একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধ। এরপর প্রতিবেশীরা ছুটে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে আনা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়েই ছুটে আসেন পরিবারের লোকজন। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি ময়না তদন্তের জন্য দেহটি রানাঘাট মর্গে পাঠানো হয়। অন্যদিকে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।