বর্ধমান, ০৫ অক্টোবর: দুদিনের টানা বৃষ্টিতে বর্ধমানের রাজগঞ্জে রাস্তার উপর ভেঙে পড়লো রাজ আমলে তৈরী মন্দির “মোহন্তস্থল”। বিশালাকৃতির মন্দিরের একাংশ ভেঙে পরলেও হতাহতের কোন খবর নেই। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ হোমিওপ্যাথি হাসপাতালের পাশে।
জানা গিয়েছে, আনুমানিক ৩৫০ বছর পূরাতন এই মন্দির। এখানে রাধা-কৃষ্ণ সহ বিভিন্ন দেব-দেবীর পূজো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ আমলে তৈরী এই “মোহন্তস্থল” মন্দিরটি রক্ষনাবেক্ষনের অভাবে ভগ্নদশায় পরিনত হয়েছিলো। মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যেই ৩৫০ বছর পুরাতন এই মন্দিরটি ভেঙে পড়ে। বৃষ্টির রাতে রাস্তায় লোক না থাকায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে স্থানীয়দের দাবী। ঘটনার খবর পেয়ে বুধবার সকালেই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস। গতকাল রাত থেকেই ওই যায়গায় যাতায়াতের রাস্তা বন্ধ ছিলো। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় রাস্তার উপর থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ।
previous post