24 C
Kolkata
April 17, 2025
জেলা

নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

সোনারপুর, ০৩ অক্টোবর: দক্ষিণ শহরতলীর সোনারপুরের বনহুগলী এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়।

সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসকে দিন পনেরো আগে ওই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয়। সোমবার ভোরে তাঁর শরীর খারাপ হয়। তারপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই খবর মৃতের পরিবারকেও দেওয়া হলে পরিবারের লোকজন এসে নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ৬০ জনের বেশি মানুষ এখানে চিকিৎসার জন্য আছেন। ১০ জনের মত মহিলাও চিকিৎসাধীন। ঘটনার জেরে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন।

Related posts

Leave a Comment