সংবাদ কলকাতা, ৩০ সেপ্টেম্বর: শনিবার বিকেল সাড়ে চারটের সময় ধুপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল রাজভবনে। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়।
প্রধানত বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর সময় উপস্থিত থাকেন বিধানসভার স্পিকার। যেহেতু বিধানসভার স্পিকার আমন্ত্রণ পাননি, তাই রাজভবনে এলেন না স্পিকার। এমনকি এলেন না পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও। ইতিহাসে এই ঘটনা প্রথম, যেখানে কোনও বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার স্পিকার অনুপস্থিত।
শপথ গ্রহণের পর বিধায়ক নির্মল চন্দ্র রায় সাংবাদিকদের মুখোমুখি হন। শপথ গ্রহণে দেরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘Better late than never’ (বেটার লেট দ্যান নেভার)। এরপর স্পিকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘গভর্নর ডেলিগেশন করেননি, তাই তিনি আসতে পারেননি’।
next post