সংবাদ কলকাতা, ২৬ সেপ্টেম্বর: সংবাদ কলকাতা, ২৬ সেপ্টেম্বর: মঙ্গলবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে মহানায়ক উত্তম মঞ্চে Teacher’s Meet 2023 অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা পৌরসভার মেয়র ইন এডুকেশন কাউন্সিল ও আইটি সন্দীপন সাহার উদ্যোগে এই অনুঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ও বিধায়ক দেবাশিস কুমার। এছাড়া কলকাতা পৌরসভার একাধিক কাউন্সিলার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।
প্রশ্ন – স্বাস্থ্য ভবনে শুভেন্দুকে আটকানো হয়েছে। শুভেন্দু বলেছে ডেঙ্গি পরিস্থিতি করোনার থেকেও উদ্বেগের।
উত্তর – পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করছে। স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য কর্মীরা সফলভাবে ডেঙ্গি পরিস্থিতির মোকাবেলা করছে। তার জন্যেই বাংলায় ডেঙ্গি মহামারীর আকার ধারণ করেনি।
প্রশ্ন – রাজ্যপাল ডেঙ্গি নিয়ে সরব হচ্ছেন।
উত্তর – সবাই সরব হচ্ছেন। কিন্তু ডবল ইঞ্জিন সরকারগুলো কি করছে? সেখানে কেন ডেঙ্গু মহামারীর আকার নিচ্ছে?
প্রশ্ন – তরুণজতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিপ্স অ্যান্ড বাউন্স নিয়ে অনেক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গেই বলেছেন, অনেক ডাকাডাকি হল এবার অ্যারেস্ট হোক।
উত্তর -এরপরে যদি সত্যিই অ্যারেস্ট হয়, তাহলে বুঝে নিতে হবে বিজেপি বললে এরেস্ট হয়। অ্যারেস্টের ডিকটেশন বিজেপি সরকার দেবে বা বিজেপির সদস্যরা দেবে, কোর্ট হা করে বসে থাকবে। অ্যারেস্ট হোক একথা বলার সাহস কী করে বিজেপির হয়! আমরা তো আমাদের পুলিশকে বলতে পারিনা যে অ্যারেস্ট করো বা অ্যারেস্ট করছো না কেন? সিবিআই-ইডি ওর বাবার সম্পত্তি নয় যে উনি ডিক্টেট করবেন অ্যারেস্ট হবে কি না। আইন ঠিক করবে কে অ্যারেস্ট হবে আর কে হবে না। কোনও লিডার ঠিক করতে পারে না কে অ্যারেস্ট হবে আর কে হবে না।
previous post
next post