April 16, 2025
জেলা

বাইক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের

ক্যানিং, ২৬ সেপ্টেম্বর: বাইক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। উক্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত হেড়োভাঙা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বাজার থেকে বাইক চেপে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা পরমেশ্বর অধিকারী। সেই সময় অপরদিক থেকে একটি যাত্রী বোঝাই ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান পরমেশ্বর বাবু। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি ক্যানিং থানা এলাকায়। এই ঘটনার পর ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায় ট্রেকার চালক। দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজে চলছে তল্লাশি। দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে অধিকারী পরিবার। গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া।

Related posts

Leave a Comment