বেজিং, ২৪ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে আজ বড়সড় সাফল্য পেল ভারত। একসঙ্গে বিভিন্ন বিভাগে চমকপ্রদ জয়লাভ করলেন ভারতীয় অ্যাথলিটরা। এয়ার রাইফেলস, রোয়িং, মহিলাদের ক্রিকেট ও হকিতে মিলেছে এই সাফল্য। ফলে একদিনে ভারতের ঝুলিতে এলো অনেকগুলি পদক।
জানা গিয়েছে, ১০ মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রূপো জিতেছে মহিলাদের টিম। আজ দিনের শুরুতে অশী চোকসি, রমিতা ও মেহুলি ঘোষের হাত ধরে এই জয়লাভ সম্ভব হয়েছে। এই প্রতিযোগিতার ব্যক্তিগত বিভাগেও পদক এসেছে ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ের এই প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রমিতা জিন্দাল।
রোয়িং-এ পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। এই ইভেন্টে ভারতীয় রোয়াররা একইভাবে একাধিক পদক পেয়েছেন। এইট পেয়ার রোয়িং-এ রূপো জিতেছেন পুরুষরা। এছাড়াও রূপো এসেছে লাইটওয়েট ডাবল স্কালস বিভাগেও। এই বিভাগে অর্জুনলাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি রূপো পেয়েছেন। এছাড়াও বাবুলাল যাদব ও লেখ রাম জুটি পেয়ার ইভেন্ট রোয়িংয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
অন্যদিকে মহিলাদের ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেটের মহিলা দল। এই ইভেন্টের ফাইনালে উঠে ভারত আজ দলের পদক নিশ্চিত করেছে।
শুধু তাই নয়, আজ পুরুষদের হকিতে ভারত বড়সড় সাফল্য অর্জন করেছে। গ্রুপ ম্যাচে উজবেকিস্তানে ১৬-০ গোলে হারিয়ে দিয়েছে ভারতের হকি দল।
previous post
next post