April 19, 2025
জেলা

চেন্নাইয়ে মালদহের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

বিশেষ সংবাদদাতা, মালদহ: মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদহের এক পরিযায়ী শ্রমিকের। ভিনরাজ্যে অসুস্থ হয়ে ওই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোথাবাড়ির মেহেরাপুর কুরিয়াটাইর বিষ্ণুপ্রসাদ এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম হারানু শেখ। পেটের তাগিদে চেন্নাই রাজ্যে নির্মাণের কাজে গিয়েছিলেন বলে দাবি তাঁর পরিবারের। সেখানে কাজে গিয়ে সাত দিনের মাথায় অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত পরিযায়ী শ্রমিকের চার মেয়ে ও দুই ছেলে। এখন কী করে সংসার চলবে তাঁর? এই দুশ্চিন্তায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারের সদস্যদের মাথায়। অথৈ জলে গোটা পরিবার।

Related posts

Leave a Comment