April 19, 2025
রাজ্য

বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে অনুসন্ধান দপ্তরে কাজ করছে হনুমান!

বোলপুর, ১৮ সেপ্টম্বর: “বাঁদরের বাঁদরামি দেখছেন”! প্রবাদ বাক্যে বলে থাকেন মানুষজন। কিন্তু হনুমান যে রেলের “INQURY” দপ্তরে ঢুকে চেয়ারে বসে কম্পিউটারের কীবোর্ড হাত দিয়ে কাজ করতে দেখলে হতবাক তো হবেন সকলে।

হ্যাঁ, এমনই এক ভিডিও মোবাইলবন্দি হল ১৭ সেপ্টেম্বরের দুপুর নাগাদ। ঘটনাটি ঘটেছে বোলপুরের শান্তিনিকেতন রেল স্টেশনের রেল দপ্তরের INQUIRY অফিসে। আর যেখানে দপ্তরের কোনও আধিকারিককে তোয়াক্কা না করে, হনুমানটি চেয়ারে বসে ট্রেন আপডেট দেখছে কম্পিউটার কী বোর্ডে হাত দিয়ে। থেমে থাকেনি এখানে। সাইডে কাগজ, নথিপত্র উল্টে উল্টে দেখে সে। একেবারে মানুষের মতো কায়দাতে কম্পিউটারের কী বোর্ডে টাইপ করতে দেখা যায় হনুমাটিকে আবার তাকিয়ে থাকে কম্পিউটার স্ক্রিনে। হনুমানের এই কর্মকাণ্ডটি তীরের গতিতে ২৪ ঘন্টার মধ্যে ভাইরাল হতে শুরু করে। প্রথমে ফেসবুকে বোলপুর শান্তিনিকেতন নামের একটি গ্রুপে ভিডিওটি পোষ্ট হয়। যেখানে নানান মজার মজার কমেন্ট শুরু করেন নেটিজেনরা।

তবে এ বিষয়ে বোলপুর-শান্তিনিকেতন রেল স্টেশন কর্তৃপক্ষ ও আধিকারিক তেমন কোনও মন্তব্য করতে চাননি। জানা গিয়েছে, হনুমানটিকে প্রায় ৩০ মিনিট পর কলা বিস্কুট দেখিয়ে দপ্তর থেকে বের করা হয়।

Related posts

Leave a Comment