32 C
Kolkata
April 19, 2025
বিদেশ

পালিত কন্যাকে কয়েক দফায় ধর্ষণের পর হত্যা, ঘাতক পিতা আটক

বিল্লাল হুসাইন: যশোর-ঝিনাইদাহ সড়কের সাতমাইল এলাকায় একটি ফিলিং স্টেশনের পিছনে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে। সে সাতক্ষীরা জেলা সদরের ছলিমপুর গ্রামের তৌহিদুল ইসলামের মেয়ে আঁখি মনি (১৫)। যশোর ডিবি পুলিশ জানিয়েছে, আখি মনির সৎ পিতা মিন্টু সর্দার একাধিকবার ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় তাকে। আটক মিন্টু সরদার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের সোলেমান সর্দারের ছেলে।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিলাল হুসাইন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এসব তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৬ সেপ্টেম্বর মিন্টু সরদার তার সৎ মেয়ে আঁখি মনিকে চৌগাছায় বলুহর মেলা দেখাতে নিয়ে আসে। মেলা দেখে যশোর রেলস্টেশনে হোটেল বৈকালীতে ওঠে। রাতে মিন্টু সরদার আঁখি মনিকে ইচ্ছার বিরুদ্ধে কয়েকবার ধর্ষণ করে। ১৭ সেপ্টেম্বর রাতে হোটেল ত্যাগ করে রেলস্টেশনের পাশে একটি ঝোপের ভিতরে আবার তাকে ধর্ষণ করে। রাত ১১টার দিকে ট্রেনে করে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনের ভেতর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রাম এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে‌ ফেলে দেয়। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিন্টু সরদারকে আটক করে। আটক মিন্টুকে খুলনা রেলওয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর ডিএসবির ইনচার্জ মামুন খান, ডিবি-র ওসি রুপণ কুমার সরকার ও এসআই মফিজুল ইসলাম ও যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান মোল্লা। এই ঘটনায় আঁখির মা নূরজাহান বেগম মিন্টু সরদারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী মৃধা বলেন, আঁখি মনি হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি যশোর জিআরপি পুলিশের এসআই মিজানুর রহমান মোল্লা তদন্ত করবেন।

Related posts

Leave a Comment