18 C
Kolkata
December 22, 2024
রাজ্য

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে গ্রেপ্তার রাজ্য পুলিশের কনস্টেবল

সংবাদ কলকাতা, ১৬ সেপ্টেম্বর: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে এক কনস্টেবলকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃত কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। বোলপুর থানায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির হদিস পান রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপর মনোজিৎকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের সূত্রে খবর, আগে হাওড়া গ্রামীণ এলাকায় কর্মরত ছিলেন এই কনস্টেবল। তার আগে তিনি হাওড়া সিটি পুলিশ এবং রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চে ছিলেন। ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই কনস্টেবলের মোট আয় হওয়ার কথা ১০ লক্ষ ২৩ হাজার টাকা। তবে শুধু এই টাকায় নয়। এ ছাড়াও তার কাছে ছিল বিপুল সম্পত্তি। সেই খবর পাওয়ার পরে গত বছর তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, তার সম্পত্তির পরিমাণ ছিল ৪৩ লক্ষ ৬০ হাজার ৬০৪ টাকা। হাওড়ার বিভিন্ন ব্যাঙ্কে তাঁর কয়েকটি অ্যাকাউন্টেরও হদিস মিলেছে। তার পরেই তার বিরুদ্ধে রাজ্য দুর্নীতি দমন শাখায় মামলা রুজু করা হয়। মামলা রুজু করার সবুজ সংকেত মিলেছিল নবান্ন থেকে। এর পর বিভিন্ন ব্যাঙ্কে তাঁর ফিক্সড ডিপোজ়িট, গাড়ি-সহ প্রচুর সম্পত্তির সন্ধান পান রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। গ্রেপ্তারের পর আজ তাকে নগর দায়রা আদালতে পেশ করা হয়। আদালত তাকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।

Related posts

Leave a Comment