30 C
Kolkata
August 3, 2025
কলকাতা

আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তেজনা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়

নিউটাউন, ৯ সেপ্টেম্বর: গভীর রাতে নিউটাউনের বনমালীপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এর জেরে এক তৃণমূল বুথ সভাপতির গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পাথরঘাটা পঞ্চায়েত সদস্য প্রবীর মন্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ।


জানা গিয়েছে, রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি বাপি মন্ডলের বাড়ির কিছুটা দূরে বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাখা ছিল তাঁর চার চাকা গাড়ি। গতকাল রাত ১টা নাগাদ প্রতিবেশী এক ব্যক্তি দেখতে পান, দাউদাউ করে আগুন জ্বলছে গাড়িটিতে। এরপরই বাপি মন্ডল ও তাঁর পরিবারকে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে বাপি মন্ডল বাড়ির বাইরে বেরিয়ে আসলে দেখতে পান, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রবীর মন্ডলের কিছু অনুগামী বাইক নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে। বাপি মন্ডল সেই রাতেই টেকনো সিটি থানায় পৌঁছে মৌখিক অভিযোগও জানান। তৃণমূলের বুথ সভাপতি বাপি মন্ডলের অভিযোগ, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রবীর মন্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এর আগেও পঞ্চায়েত সদস্য প্রবীর মন্ডল ও তাঁর অনুগামীরা বাপি মন্ডলকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের হয়।


পঞ্চায়েত সদস্য প্রবীর মন্ডল এই ঘটনা অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এই গ্রামে আজ পর্যন্ত এরকম কোনও ঘটনা ঘটেনি। ভোটের আগে থেকে এতদিন গাড়িটা রয়েছে কোনও দিন কিছু হল না, আজকে হঠাৎ আগুন লেগে গেল! সন্দেহের বশে কাউকে দোষারোপ করা উচিত নয়। গাড়ির কিছু টেকনিক্যাল কারণেও এই ঘটনা হতে পারে বা অন্য কোনও কারণেও হতে পারে।

Related posts

Leave a Comment