আসানসোল, ৬ সেপ্টেম্বর: আসানসোলের কল্যাণেশ্বরী মোড়ের সামনে পথ দুর্ঘটনা! ঘটনা সূত্রে জানা গিয়েছে, দেন্দুয়ার দিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কল্যাণেশ্বরী মোড় সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে ধাক্কা মারে সেখানে দাঁড়িয়ে থাকা দুটি মোটরবাইকে। মোড়ে থাকা এক সব্জি বিক্রেতা অল্পের জন্য প্রাণে রক্ষা পান! তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা বড়সড় পথ দুর্ঘটনা থেকে! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ, কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ, ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালককে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ আটক করেছে।