সংবাদ কলকাতা, ৪ সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের র্যাগিংয়ের জেরে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি তোলপাড়। আর এরই মাঝে আজ অর্থাৎ সোমবার দুপুর আড়াইটের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত এই পড়ুয়ার মা-বাবা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন।
এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। যাঁরা এই অপরাধের সঙ্গে জড়িত, তাঁদের শাস্তি হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে জানালেন মৃতের বাবা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের মা স্বপ্না কুন্ডুকে সরকারি চাকরির প্রস্তাব দিয়েছেন বলে জানা গিয়েছে।