21 C
Kolkata
December 24, 2024
জেলা

বেপরোয়া বাইক বাহিনীর হাতে আক্রান্ত প্রতিবাদী যুবক ও তাঁর দিদি

সংবাদ কলকাতা: সন্ধ্যে নামলেই দ্রুতগতির মোটর বাইকের দাপাদাপিতে অতিষ্ট কালনার মানুষজন। ঘটনায় নীরব কালনা থানার পুলিশ। এই দ্রুতগতির বাইকের বিরুদ্ধে প্রতিবাদ করে বাইক বাহিনীদের হাতে আক্রান্ত ও শ্লীলতাহানির শিকার হন এক মহিলা। তাঁর প্রতিবাদী ভাইকে মেরে চোখের ওপরের অংশ ফাটিয়ে দেয় বেপরোয়া বাইক আরোহী। প্রতিবাদী ওই যুবককে আহত ও রক্তাক্ত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তেড়ে আশায় বাইক ফেলে চম্পট দেয় বেপরোয়া ওই দুষ্কৃতী। ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ। তাঁদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষেরা।

জানা গিয়েছে, মানুষকে সচেতন করতে সেভ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পে পূর্ব বর্ধমান জেলাজুড়ে এই বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চলেছে সরকার। এই বিজ্ঞপ্তিকে তোয়াক্কা না করেই সন্ধ্যা নামলেই বেপরোয়া হয়ে দ্রুত গতির মোটর বাইক দাপাতে শুরু করে কালনা শহর ও শহরের আশপাশ জুড়ে। এই বেপরোয়া গতির বিরুদ্ধে প্রতিবাদ করাই মদ্যপ বাইক বাহিনীদের হাতে আক্রান্ত হন কালনার আমলাপুকুর পাড়ার ওই যুবক। কোলে এক বছরের সন্তানকে নিয়ে আক্রান্ত দাদাকে বাঁচাতে গিয়ে ওই দুষ্কৃতীর হাতে পাল্টা আক্রান্ত ও শ্লীলতাহানির শিকার হন এক মহিলা। ওই প্রতিবাদী যুবককে মেরে চোখের উপরের অংশ ফাটিয়ে দেয়। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আশায় বাইক ফেলে চম্পট দেয় বাইক বাহিনী। রক্তাক্ত অবস্থায় প্রতিবাদী যুবককে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে কালনার আমলাপুকুর পাড়ায়।

Related posts

Leave a Comment