21 C
Kolkata
December 25, 2024
দেশ

সূর্যের নিকটবর্তী কক্ষপথে রওনা দিল আদিত্য এল ১

সংবাদ কলকাতা, ২ সেপ্টেম্বর: আজ, শনিবার যাত্রা শুরু করল আদিত্য এল ১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্য অভিমুখে যাত্রা শুরু করল ইসরোর এই কৃত্রিম উপগ্রহ। এদিন নির্দিষ্ট সময়ে পিএসএলভি-সি ৫৭ রকেটের মাধ্যমে রওনা দিয়েছে এই উপগ্রহটি। ইসরোর তরফে জানানো হয়েছে, আদিত্য এল ১-এর উৎক্ষেপণ সফল হয়েছে।

প্রসঙ্গত ইসরোর এটাই প্রথম সূর্য অভিযান। আদিত্য এল-১ থাকা সাতটি আলাদা পে লোডের মাধ্যমে সূর্যের নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। এমনটাই জানিয়েছে ইসরো কর্তৃপক্ষ। ইতিমধ্যে রকেট থেকে বিচ্ছিন্ন হয়েছে এই উপগ্রহটি। ইসরো সূত্রে জানা গিয়েছে, আপাতত সেটি পৃথিবীর চারিপাশে থাকা এলিপটিক্যাল কক্ষপথের কাছে অবস্থান করছে।

Related posts

Leave a Comment