সংবাদ কলকাতা, ৩১ আগস্ট: আজ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ বৈঠক ডাকেন। সেই বৈঠকে তিনি বলেন, ‘আগামী দুই দিন আমাদের বিধানসভার অধিবেশন বসবে। কাল, ১ তারিখ, শুক্রবার পুরসভা সংশোধনি বিল আছে। ৭ তারিখ পশ্চিমবঙ্গ দিবস বিষয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী একা বলবেন, বিরোধীদের তরফে দু-একজন বলবেন।’
তিনি আরও বলেন, ‘নওশাদ চিঠি দিয়ে জানিয়েছেন যে, সিআইডি ডেকেছে, তাই আজ বিএ কমিটির বৈঠকে তিনি থাকতে পারছেন না। তবে চাইলে সিআইডি-কে বলতে পারতো বিএ কমিটির বৈঠক রয়েছে, অন্যদিন যাব। যাই হোক, ওর ব্যক্তিগত বিষয়।’
previous post