April 7, 2025
কলকাতা

দত্তপুকুরের বিস্ফোরণে NIA তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সংবাদ কলকাতা: দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে বেআইনি বাজি কারখানা তৈরি বন্ধের নির্দেশ দিক আদালত। দাবি করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাশাপাশি, দত্তপুকুরে এই বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। রাজ্যের পুলিশ প্রশাসনের মদতেই এই ধরণের বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠেছে। গতকালের ঘটনায় নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্ত ও লাইসেন্স কে বা কারা দেয়, তাও জানতে হবে। এই দাবিতে বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী মামলা দায়ের করেন। আইনজীবি দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় এই মামলার হয়ে সওয়াল করবেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment