সংবাদ কলকাতা, ২৮ আগস্ট: চলতি বছরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হবে। সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আগের আইন সংশোধন করতে হবে। একটি বিল আনতে হবে। তারপর হবে নির্বাচন।
নাম না করে রাজ্যপালকে ইঙ্গিত করে বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না। এভাবেই ডঃ সি ভি আনদ বোসকে উদ্দেশ্য করে করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মাথার ওপর এক ছাতা এসেছে। কোনও নিয়ম মানে না। আপনি মনোনীত, আমরা নির্বাচিত সরকার, এটা মনে রাখবেন। মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল এক নয়।
দত্তপুকুরে বাজি বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘অনেক পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না। বালি চুরি, পাথর চুরি হচ্ছে। বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, দেখছে না। বাজি তৈরিরি এই ধরনের কারখানা গড়ে উঠেছে লোকাল পুলিশ অফিসাররা দেখছেন না। সব পুলিশ অফিসারকে আমরা খারাপ বলিনি। কিছু লোকাল পুলিশ অফিসারের কথা বলছি। আর যারা বাজি তৈরি করছেন, তাঁদেরকে বলব, সবুজ বাজি তৈরি করুন। টাকা একটু কম রোজগার হবে। কিন্তু প্রাণে বেঁচে যাবেন।
তিনি বক্তৃতার মাঝে অভিষেকের প্রসঙ্গও তোলেন। ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক মন্তব্য মমতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতার কাছে ভয়াবহ মেসেজ এসেছে বলে দাবি করা হয়।
তৃণমূল ছাত্র পরিষদের ২৫তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও এজেন্সি তদন্ত। জনৈক ব্যক্তির থেকে মেসেজ পেয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে মেসেজ পাঠিয়ে বলছে, ভোটের আগে গ্রেফতার করা হবে অভিষেককে।’ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগরে মমতা বলেন, ‘আমি অনেক সরকার দেখেছি। কিন্তু এরকম প্রতিশোধ স্পৃহামূলক সরকার দেখিনি।’
previous post
next post