নকশালবাড়ি: রাজ্যে হাতির হানায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জঙ্গলমহল এলাকার বাসিন্দারা। ফের হাতির মুখে পড়ে মৃত্যু হল এক যুবকের। নকশালবাড়ির মানঝা চা বাগান এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবক দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হাতির মুখে পড়েন তিনি। দুই বন্ধু পালিয়ে গেলেও হাতির মুখে পড়েন যুগক রসাইলি (২১)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পানিঘাটা বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছয়। বনদপ্তরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মৃত যুবক পুটুংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।