আইজল, ২৩ আগস্ট: মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে মৃত্যু হল ২৬ জন শ্রমিকের। আজ, বুধবার সকাল ১০টা নাগাদ এই রাজ্যের সাইরাং এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিমি দূরে অবস্থিত এই সাইরাং। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় শ্রমিকরা সেখানে কাজে ব্যস্ত ছিলেন। সেসময় আচমকাই সেতুর নির্মীয়মাণ অংশটি ভেঙে পড়ে। সেতুতে তখন প্রায় ৩৫-৪০ জন শ্রমিক কাজ করছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
ইতিমধ্যেই ভেঙে পড়া ধ্বংসাবশেষ থেকে ২৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, মৃত ও আহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার বেশ কয়েকজন শ্রমিক। জানা গিয়েছে, দুপুর বারোটা নাগাদ এই খবর মালদার গ্রামে পৌঁছতেই নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। দক্ষিণ আফ্রিকা থেকে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এবং জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কোথাও ঘোষণা করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বিষয়টি নজরে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। মালদা জেলা প্রশাসন ইতিমধ্যে মৃতদের সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি, মিজোরামে কাজ করতে যাওয়া মালদার সেই সব শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।
previous post
next post