মথুরাপুর, ২২ আগস্ট: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আক্রান্ত হল একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মথরাপুর থানার অন্তর্গত সন্তোষপুর এলাকায় একন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিবাদ চলছিল স্থানীয় মন্ডল পরিবারের। সেই বিবাদকে কেন্দ্র করে হঠাৎই এদিন বেশ কয়েকজন যুবক ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে মন্ডল পরিবারের উপর চড়াও হয়। শাহিদ হোসেন মন্ডলকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে একন পরিবারের লোকজনেরা। সেই সময় ছেলেকে বাঁচাতে গিয়ে তাদের হাতে আক্রান্ত হন শাহিদ হোসেন মন্ডলের বাবা ও মা। তারা শাবল দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায় শাহিদের বাবা সামিউল্লাহ মন্ডলের। এই ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। বর্তমানে আহতরা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে উভয় তরফ থেকে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই বিষয়ে শাহিদ হোসেন মন্ডল জানান,’ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল প্রতিবেশী ওই পরিবারের সাথে। এই বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের একটি পুরানো রাগ ছিল আমাদের উপর। এদিন যখন রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম তখন হঠাৎই আমার উপর চড়া হয়। আমাকে বেধরক মারধর করে। আমাকে যখন মারধর করছিল তখন আমার পরিবারের লোকজন গন্ডগোল থেকে আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। সেই সময় আমার মা ও বাবাকে গুরুতর ভাবে আঘাত করা হয়। ইতিমধ্যেই থানাতে আমরা একটি অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। আমরা চাই পুলিশ প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।’