সংবাদ কলকাতা: ফের জনস্বার্থ মামলা দায়েরের আবেদন যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই মামলা দায়েরের আবেদন জানিয়েছেন আবেদনকারীরা। এব্যাপারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়েরের আবেদন জানিয়েছেন। তাঁর আবেদনে সম্মতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে নোটিস পাঠাতে বলা হয়েছে। আগামী, সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, সেই মামলায় রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হতে পারে বলে জানা গিয়েছে। মূলত তাঁর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানাতেই এই মামলা দায়ের বলে রাজনৈতিক মহলের ধারণা।