ধুপগুড়ি: ফের ধুপগুড়িতে সাত সকালে খুন মধ্য বয়সী এক মহিলা। বাড়ির পাশে ধানক্ষেত থেকে উদ্ধার তাঁর নিথর দেহ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বারঘরিয়া অঞ্চলপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে-মধ্যেই দীর্ঘদিন ধরে ঝালেমা হত। রবিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ এতটাই চরমে ওঠে যে, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন ভোপাল চন্দ্র রায় বলে এলাকাবাসীদের অভিযোগ। বাঁচার তাগিদে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় ধান ক্ষেতে লুটিয়ে পড়েন ফনী বালা রায়। সোমবার সাত সকালে বাড়ির থেকে কিছুটা দূরে ধানক্ষেত থেকে ফনী বালা রায়ের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
যদিও এই ঘটনার পরে স্বামী ভোপাল রায় নিজেই ধুপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে কী কারণে এধরনের ঘটনা ঘটেছে, তা এখনও বলা সম্ভব নয়। পুরো ঘটনার তদন্তে পুলিশ। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।
previous post