December 27, 2024
রাজ্য

২৫ টাকায় জাতীয় পতাকা মিলবে ডাক বিভাগে

কার্শিয়াং: ২৫ টাকা দিলেই মিলবে ভারতের জাতীয় পতাকা। গোটা দেশের পাশাপাশি পাহাড়েও উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় ডাক বিভাগ। জানা গিয়েছে, হার ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে প্রতিটি বাড়িতেই যাতে জাতীয় পতাকা লাগানো হয় স্বাধীনতা দিবসের দিন, সেজন্য পোস্ট অফিস থেকেই জাতীয় পতাকা বিক্রি করা হচ্ছে। একইভাবে পাহাড়েও কার্শিয়াং পোস্ট অফিস থেকে মিলছে এই জাতীয় পতাকা। কার্শিয়াং পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার ভাস্কর রাই বলেন, ২৫ টাকা দিলেই ভারতের জাতীয় পতাকা সংগ্রহ করতে পারবেন কার্শিয়াংবাসী।

Related posts

Leave a Comment