কোচবিহার: পঞ্চায়েত বোর্ড গঠনের আগে চরম নাটকীয়তার সাক্ষী রইল কোচবিহার ১ নং ব্লকের জিরানপুর। সকালে বিজেপি, আবার বিকেলে তৃণমূল। এদিন সকালে বোর্ড গঠনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার-১ ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের চার সদস্য সদস্যা। বিজেপির জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের চার পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। এই চারজন হলেন পূজা দেবী বর্মন, গোকুল রাজভর, পুষ্পেন সিংহ ও মনিকা বর্মন। এর কয়েকঘণ্টার ব্যবধানে তাঁদের মধ্যে তিনজন বোর্ড গঠনে তৃণমূলকেই সমর্থন জানিয়ে ফের ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন।
previous post
next post