28 C
Kolkata
August 5, 2025
জেলা

গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে বোম, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহার, ৮ আগস্ট: সামনেই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগেই বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে বোম রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের বক্সিরহাট থানার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়লাভ করে বিজেপি। মাত্র ৩ টি আসন পায় তৃণমূল কংগ্রেস। আগামী ১০ আগস্ট শালবাড়ি-২ অঞ্চলে বোর্ড গঠন করবে বিজেপি। ঠিক তার আগে বিজেপির সভানেত্রীর বাড়ীর সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি। বিজেপি যাতে সুষ্ঠুভাবে বোর্ড গঠন করতে না পারে তার জন্যই তৃণমূল কংগ্রেস এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে গন্ডগোল পাকাতে চাইছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

Related posts

Leave a Comment