শিলিগুড়ি: আজ ২২শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হল। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদের করেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ শোভা সুব্বা সহ অন্যান্য পুর আধিকারিক ও কর্মীরা। এদিন রবিঠাকুরের স্মৃতিচারণ করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।