23 C
Kolkata
April 19, 2025
রাজ্য

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে জয়ী নির্দল প্রার্থীকে গ্রেপ্তার, ষড়যন্ত্রের অভিযোগ

নদীয়া: নদীয়ায় নির্দল হিসেবে জয়ী তৃণমূলের ৫ বারের প্রাক্তন প্রধানকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য! পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এই গ্রেপ্তারির ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন হঠাৎই গ্রেপ্তার নির্দলের জয়ী প্রার্থী। শাসক দলের চাপে পড়ে পুলিশ ওই নির্দল প্রার্থীকে গ্রেপ্তার করে বলে অভিযোগ পরিবারের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট এক নম্বর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতে। গোপাল ঘোষ নামে জয়ী ওই নির্দল প্রার্থী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দলে দাঁড়িয়েছিলেন।

পরিবারের অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শাসক দলের দুষ্কৃতীরা বিভিন্নভাবে তাঁকে চাপে ফেলার চেষ্টা করে। যদিও সম্পূর্ণ মদত দেয় পুলিশ প্রশাসন। পরিবারের আরও দাবি, রানাঘাট মিশন গেটের সামনে থেকে পুলিশ নির্দলের জয়ী প্রার্থী গোপাল ঘোষকে আটক করে। এরপর থানায় নিয়ে যায়।

পাশাপাশি পরিবারের বিস্ফোরক অভিযোগ, তাঁরা যখন থানায় গিয়েছিলেন, পুলিশ সরাসরি তাঁদেরকে বলে, যতক্ষণ না পর্যন্ত বোর্ড গঠন হচ্ছে, তাঁকে ছাড়া হবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন নির্দল প্রার্থীর অনুগামীরা। শুরু হয় দফায় দফায় বিক্ষোভ।
পরিবারের আরও দাবি, পঞ্চায়েত নির্বাচনে তিনি ৪০০ ভোটে জয়লাভ করেছিলেন। গোটা গ্রামের মানুষ তাঁকে ঢেলে ভোট দিয়েছিলেন। কিন্তু তৃণমূল চক্রান্ত করে পুলিশকে দিয়ে তাঁকে আটক করে।

পুলিশ সূত্রে খবর, পুরনো দিনের একটি মামলায় ৩০৭ ধারায় নির্দলের জয়ী প্রার্থী গোপাল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে।
তবে পুলিশের এই দাবি মানতে নারাজ নির্দল প্রার্থীর পরিবার সহ অনুগামীরা। তাঁদের দাবি, আগামীকালই বোর্ড গঠন রয়েছে। বোর্ড গঠনের আগে তাঁদের প্রার্থীকে যদি ছেড়ে না দেওয়া হয়, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। এমনকি থানা ঘেরাও করার হুঁশিয়ারিও দেন নির্দলের অনুগামীরা।

Related posts

Leave a Comment