24 C
Kolkata
April 17, 2025
রাজ্য

আবারও মাছ ধরার জালে উঠলো ব্যালট বাক্স

জয়নগর, ৫ আগস্ট: ১১ জুলাই রাজ্যে সম্পন্ন হয়েছে ভোট পর্ব। তা সত্ত্বেও রাজনৈতিক তরজা যেন থামছেনা না কিছুতেই। রাজ্যে লাগামহীন সন্ত্রাসের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার একাধিক পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বাক্স। এই ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। উত্তর ২৪ পরগনার গোপালনগর ও ডায়মন্ডহারবারে পর এবার পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার হল জয়নগরে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা এলাকার ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে ব্যালট পেপার ভাসতে দেখেন গ্রামবাসীরা। এরপর পুকুরে জাল দেওয়া হয়। পুকুরে জাল দেওয়ার পর পরপর চার চারটে ব্যালট বাক্স উদ্ধার হয় ওই পুকুর থেকে। সামনেই পঞ্চায়েতের বোর্ড গঠন, আর তার আগে এই ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৮ জুলাই ভোট পর্ব চলাকালীন জয়নগর বিধানসভা বকুলতলা থানার অন্তর্গত ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪১, ১৪৩ ও ১৪৪ নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র তৈরী করা হয়। ভোট চলাকালীন শাসক-বিরোধীদের মধ্যে সংঘর্ষে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বুথ চত্ত্বর। এলাকায় বোমাবাজি ও স্কুলে ভাংচুর শুরু করে দুষ্কৃতীরা। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১০ তারিখ পুনঃনির্বাচন করা হয় ওই বুথ গুলিতে। এলাকার বাসিন্দা কৃষ্ণদাস নস্কর বলেন আমি প্রতিদিনের মতনই কাজে যাচ্ছিলাম দেখলাম স্কুলের সামনের পুকুরে এক ব্যক্তি জাল ফেলছিল। প্রথমে জালে একটি ব্যালট বাক্স উঠে আসে। এরপর একে একে চারটি ব্যালট বাক্স পাওয়া যায় পুকুর থেকে। ভোটের সময় যে দুষ্কৃতি তাণ্ডব চলেছে গোটা এলাকায় এটা তারই ফল বলে মনে করছেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ পৌঁছে চারটি ব্যালট বাক্স উদ্ধার করে নিয়ে যায়। পুকুরের মধ্যে কিভাবে ব্যালট বাক্স এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যালট বাক্স পুকুরের মধ্যে অথচ ভোট গণনা সম্পূর্ণ হলো কিভাবে। এই প্রশ্নে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বিরোধী শিবির।

Related posts

Leave a Comment