23 C
Kolkata
December 26, 2024
কলকাতা

ভুয়ো মামলায় অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি

সংবাদ কলকাতা: বিজেপি নেতা মুকুন্দ ঝা-র বাড়িতে দু:সাহসিক চুরি। বুধবার সাত সকালে কলকাতা শহরের বুকে ঘটেছে এই ঘটনা। তিলজলার জনবহুল এলাকায় এই চুরির সময় বাড়িতে তখন কেউ ছিলেন না। বিজেপি নেতা মুকুন্দ ঝা-র বাবা অমলানন্দ ঝা তখন প্রাত্যহিক কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরে দেখেন এই ঘটনা। ঘরের ভিতরের জামা কাপড় ও জিনিসপত্র তখন লণ্ডভণ্ড হয়ে আছে। চুরি গেছে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা। বাড়ির তালা ভেঙে দুষ্কৃতিরা লুট করেছে ১৫-২০ লক্ষ টাকার গহনা, ৪০ হাজার টাকা নগদ, বেশ কিছু নতুন জামা কাপড় ও অনেক জরুরি নথিপত্র। পুলিশের প্রাথমিক অনুমান, নকল চাবি দিয়ে এই তালা খোলা হয়ে থাকতে পারে। তবে এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অনুমান করছেন বিজেপির নেতা, কর্মীরা। এই ঘটনায় বুধবার ওই বিজেপি নেতার বাবা অমলানন্দ ঝা তিলজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বিজেপির রাজ্য কমিটির যুব নেতা মুকুন্দ ঝা-র বাবা অমলানন্দ বাবু পেশায় একজন পুরোহিত। তিনি প্রতিদিনের মতো এদিন সকাল ৬টা ৪০ নাগাদ দৈনন্দিন কাজে বাড়ি থেকে রওনা হন। ফিরে আসেন দুপুর সাড়ে বারোটা নাগাদ। তিনি গেটের সামনে এসে তাজ্জব হয়ে যান । দেখেন গেটের দরজা খোলা ও হাট আলগা। ঘরে ঢুকে দেখেন ঘরের জিনিসপত্র সব কে বা কারা তছনছ করে রেখে দিয়েছে। গয়নার বাক্স থেকে সমস্ত অলংকার চুরি হয়ে গিয়েছে। এছাড়া ২৫ সেট নতুন পোশাক, নগদ এক লক্ষ টাকাও চুরি হয়েছে। ছেলে মুকুন্দ ঝা-র ঘর থেকে আরও পোশাক, ল্যাপটপ, সহ বেশ কিছু মূল্যবান নথি লোপাট করেছে দুষ্কৃতীরা।

প্রসঙ্গত বিজেপি নেতা মুকুন্দ ঝা-র বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সম্প্রতি এফআইআর করে শাসকদল। যা রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। গ্রেপ্তারি এড়াতে তিনি এখন শহর থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এমতাবস্থায় পাশে এত বৃত্তবান ফ্লাট ছেড়ে তাঁর ঘরে কেন এই চুরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য নেতারা। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

Related posts

Leave a Comment