ইসলামপুর, ২৩ জুলাই: ইসলামপুরে তোলাবাজির প্রতিবাদ করায় খুন হওয়া বিজেপি নেতা অসীম সাহার পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানালেন বিজেপির রাজ্য যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ। রবিবার সকালে শিলিগুড়ির নার্সিংহোমে মৃত অসীম সাহার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
ইন্দ্রনীল খাঁ বলেন, “তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের নেতৃত্বে রাজ্যে সিন্ডিকেটরাজ্ ও তোলাবাজি চলছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। একইভাবে আমাদের যুব মোর্চার সক্রিয় সেনা অসীম সাহা তোলাবাজির প্রতিবাদ করায় তৃণমূলের গুন্ডারা তাকে খুন করল। গোটা রাজ্যে এই ঘটনার প্রতিবাদে আন্দোলণ সংগঠিত করা হবে।”
প্রসঙ্গত, শনিবার প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতা অসীম সাহার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাকে বাঁচাতে গিয়ে আরও একজন জখম হন। ঘটনার পর অসীম সাহাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷ কিন্তু শেষ রক্ষা হয়নি। শিলিগুড়ির একটি নার্সিংহোমে মৃত্যু হয় তার।