সংবাদ কলকাতা: প্রায় ২৪দিন হয়ে গেলো ECL-এর শাকতোড়িয়া মুখ্যদপ্তরের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। দাবি, ৬৫ জন গাড়ির মালিক ও চালকদেরকে কর্তৃপক্ষ সরিয়ে দিয়ে নতুন টেন্ডারের মাধ্যমে নতুন করে গাড়ি নেওয়ার ব্যবস্থা করছে। ফলে ৬৫জন গাড়ির চালক ও মালিক অসুবিধার সম্মুখীন হয়। তাঁরা দাবি করেন, নতুন টেন্ডার করে পুরনো গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই অবস্থান বিক্ষোভ চলাকালীন দিনকয়েক আগে এই মঞ্চে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। ECL কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে তাঁদের দাবি জানান। কিন্তু গতকাল স্থানীয় ব্যবসায়ী কল্লোল মুখার্জি ৫টি নতুন গাড়ি কর্তৃপক্ষকে দেওয়ার জন্য আনেন। ফলে আরও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারী ৬৫ জন গাড়ির মালিক ও চালকরা তাই আজকে ব্যবসায়ী কল্লোল মুখার্জীর কুশপুত্তলিকা দাহ করে। সঙ্গে লেখা চোর কল্লোল মুখার্জি। বিক্ষোভকারীদের দাবি, নতুন করে টেন্ডার করে পুরনো মালিকদের কাছ থেকে গাড়ি নিয়োগ করতে হবে।
previous post