November 1, 2025
জেলা

২১ শে জুলাইয়ের সমাবেশ ফেরত গাড়িতে পথ দুর্ঘটনা, জখম ৬

তেহট্ট: গত একুশে জুলাই মিটিং ফেরত একটি প্রাইভেট গাড়ির সাথে করিমপুর দীঘাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। সাথে সাথে গাড়ি দুটি কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের তেহট্ট থানার ইসলামপুরে রাস্তার দুই পাশে নয়ন জুলিতে উল্টে যায়।

এতে গুরুতর আহত হন মিটিং ফেরত গাড়ির ৬ জন যাত্রী এবং দীঘাগামী বাসের একাধিক যাত্রী। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। সকলকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

সূত্র অনুযায়ী জানা যায়, ছোটো গাড়ির চালক বাপ্পা শেখ গুরুতর আহত হওয়ার জেরে তাঁকে শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়। আহত যাত্রীর কথা অনুযায়ী, বাস চলক ওই ছোটো গাড়িকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা। মিটিং থেকে আশা ছোটো গাড়ির অতিরিক্ত গতি ছিল। ছোটো গাড়িকে বাঁচাতেই বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Related posts

Leave a Comment