সিডনি: সমুদ্র অভিযানে বেরিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন টিম শ্যাডক নামে অষ্ট্রেলিয়ার এক নাগরিক। ৫১ বছর বয়সী শ্যাডকের সঙ্গে ছিল তাঁর একটি পোষা কুকুরও। জানা গিয়েছে, যন্ত্র চালিত একটি ডিঙি নৌকায় করে মেক্সিকো থেকে সমুদ্র পাড়ি দেন ওই প্রৌঢ়। তাঁর গন্তব্যস্থল ছিল ছয় হাজার কিমি দূরে অবস্থিত ফ্রান্সের পোলিনেশিয়া দ্বীপ।
প্রথমে খুব আনন্দে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন শ্যাডক। কিন্তু মাঝ সমুদ্রে এসে ঘটল ছন্দপতন। বিপদে পড়েন তিনি। আচমকা নৌকার ইঞ্জিনটা বিকল হয়ে যায়। যার ফলে সহজ পথ তাঁর কাছে দুর্গম হয়ে ওঠে। দীর্ঘ দুই মাস উদ্ধারকারী দল তাঁর কোনও খোঁজ পায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম পরিস্থিতিতে সমুদ্রের বুকে বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে ওঠে। জীবন ধরণের জন্য ন্যূনতম রসদ নিঃশেষ। খাবারের অভাব হয়ে পড়ে। অগত্যা সমুদ্রের কাঁচা মাছ খেয়ে আর বৃষ্টির জল পান করে কোনওমতে বেঁচে ছিলেন।
কিন্তু বেঁচে থাকার আশা ছাড়েননি শ্যাডক। প্রখর রোদ থেকে বাঁচতে সম্বল ছিল নৌকার এক টুকরো ছাউনি। সেখানেই আশ্রয় নিয়েছিলেন শ্যাডক ও তাঁর পোষা কুকুর। এভাবে সমুদ্রের বুকে দীর্ঘ ৬০ দিন অতিবাহিত করেন ওই সমুদ্র অভিযানকারী। শেষে ত্রাতার ভূমিকায় দেখা মেলে একটি মাছ ধরা ট্রলারের। ট্রলারের লোকজন তাঁকে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করে। তাঁর এই রোমহর্ষক কাহিনীকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। উদ্ধার করার পর তাঁকে এখন বিশ্রামে রাখা হয়েছে। তিনি এখন খুবই দুর্বল।