November 1, 2025
রাজ্য

সন্ত্রাস কবলিত ৬০০০ বুথে হতে চলেছে পুনর্নির্বাচন

সুমন মল্লিক: গত ৮ জুলাই শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। সব মিলিয়ে এক রক্তক্ষয়ী নির্বাচন দেখেছে রাজ্যবাসী। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পর্যবেক্ষনে রাজ্যের প্রায় ৬০০০ বুথে ভোটে অশান্তি হয়েছে। এই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ মতো পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেটের বৈধতা হাইকোর্টের নির্দেশের উপর নির্ভর করছে।
উল্লেখ্য, বিজেপির তরফ থেকে যে ৬০০০ বুথে নির্বাচনের দাবি জানানো হয়েছে তার তালিকা প্রমান সহ মেল্ করা হয়েছে কলকাতা হাইকোর্টকে। হাইকোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশনের তরফে প্রতিটি জেলা শাসককে ঔ ৬০০০ বুথের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এক দিনের মধ্যে তার রিপোর্ট কমিশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর জল্পনা শুরু হয়েছে আইনজীবী মহলে। তাহলে কি নজির বিহীনভাবে বাতিল হতে চলেছে নির্বাচন প্রক্রিয়া। কিন্তু প্রবীণ আইনজীবীদের একাংশ মনে করেন নির্বাচন বাতিল করার এক্তিয়ার কোর্টের নেই। কিন্তু, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সন্ত্রাস কবলিত যে ৬০০০ বুথের তালিকা কোর্টকে দিয়েছে সেগুলিতে পুনরায় নির্বাচন হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment